করোনায় আক্রান্ত হয়ে আইসিইউতে ভর্তি ভারতের প্রাক্তন অলিম্পিয়ান।
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কদেশের হয়ে অলিম্পিক খেলেছেন। বিশ্বকাপে সোনাও জিতেছেন। তবে এবার তাঁর লড়াইটা অকটু ভিন্ন। করোনায় আক্রান্ত হয়ে আইসিইউতে ভর্তি ভারতের প্রাক্তন অলিম্পিয়ান জয়ন্ত তালুকদার। জীবনযুদ্ধে কঠিন লড়াই চালাচ্ছেন এই তীরন্দাজ।
সপ্তাহ খানেক আগেই কোভিড পজিটিভ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন জয়ন্ত। কিন্তু তাঁর অক্সিজেন মাত্রা অতিরিক্ত পরিমাণে কমে যাওয়ায় পরে আইসিইউতে পাঠানো হয়েছে অর্জুন পুরস্কার প্রাপ্ত এই ক্রীড়াবিদকে।
এদিন জয়ন্তর বাবা রঞ্জন তালুকদার এই খবর জানানোর পাশাপাশি এটাও নিশ্চিত করেন যে, এই মুহূর্তে কিছুটা সুস্থ রয়েছেন তিনি। গত ২৭ মে জয়ন্ত হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলে জানান রঞ্জন। ৩৫ বছর বয়সী জয়ন্ত আসন্ন অলিম্পিকে কোয়ালিফাই করতে ব্যর্থ হয়েছিলেন। তারপরই নিজের শহর গুয়াহাটিতে ফিরে জানতে পারেন, তিনি করোনা আক্রান্ত। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রীও। সবার আগে জয়ন্তর স্ত্রীয়ের কোভিড রিপোর্ট পজিটিভ আসে। তারপর জয়ন্তর।
২০১২ সালে লন্ডন অলিম্পিকে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেন জয়ন্ত তালুকদার। সেইসময় কেরিয়ারের সেরা ফর্মে ছিলেন। বিশ্বে তাঁর র্যাঙ্কিং ছিল দুই। কারণ তার আগেই তীরন্দাজি বিশ্বকাপে ব্যাক টু ব্যাক সোনা জিতেছিলেন তিনি। এছাড়া ২০১০ সালে নয়াদিল্লিতে আয়োজিত কমনওয়েলথ গেমসে ব্যক্তিগত ইভেন্টে ব্রোঞ্জ পদক জেতেন জয়ন্ত। সেই সময় দলগত বিভাগে রাহুল বন্দ্যোপাধ্যায়, তরুণদীপ রাই এবং মঙ্গল সিং চাম্পিয়ার সতীর্থ ছিলেন তিনি। ২০০৬ এবং ’১০ সালে এশিয়ান গেমসেও দলগত বিভাগে ব্রোঞ্জ পদক পেয়েছিলেন জয়ন্ত।