১১৮ বছর বয়সী জাপানের কেন তানাকা।
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কবিশ্বের সবথেকে বয়স্ক ব্যক্তিত্ব। তাঁকে সম্মান জানাতে টোকিও অলিম্পিক কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছিল, অলিম্পিকের মশাল তুলে দেওয়া হবে ১১৮ বছর বয়সী জাপানের কেন তানাকা। কিন্তু করোনার মহামারীর জন্য এই মহিলা সিদ্ধান্ত নিয়েছেন, মশাল হাতে নিয়ে অলিম্পিকের র্যালিতে অংশ নেবেন না তিনি।
গিনেস বুক অব ওয়ার্ল্ডে নিজের নাম তুলেছেন এই জাপানিজ মহিলা। এদিন আয়োজকদের তরফে জানানো হয়, তাঁর পরিবার মেল করে জানিয়েছে, এই ইভেন্ট থেকে তানাকা নাম প্রত্যাহার করে নিচ্ছে। এই ইভেন্ট নিয়ে দিন দিন ধোঁয়াশা তৈরি হচ্ছে। আরও একবার লকডাউনের চিন্তা-ভাবনাও চলছে। জাপানের ফুকুওকা অঞ্চলের বাসিন্দা তানাকা। মশাল হাতে তোলার কার্যক্রম আগামী ১১ মে থেকে শুরু হওয়ার কথা ছিল। তার মধ্যেই অপরাগতা জানিয়েছেন তিনি।
টোকিও অলিম্পিক মূলত ২০২০ সালে হওয়ার কথা ছিল। তবে করোনার ভয়াবহতায় তা এক বছর পিছিয়ে যায়। চলতি বছরের ২৩ জুলাই থেকে শুরু হয়ে ৮ আগস্ট পর্যন্ত চলার কথা রয়েছে গ্রেটেস্ট শো অন দ্য আর্থ-এর।