• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > অন্যান্য

অলিম্পিকের আসরে নামার আগেই নয়া ইতিহাস গড়ল ভারত

দেশের চতুর্থ মহিলা কুস্তিগীর হিসাব টোকিও অলিম্পিকের ছাড়পত্র পেলেন সীমা বিসলা।

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

দেশের চতুর্থ মহিলা কুস্তিগীর হিসাব টোকিও অলিম্পিকের ছাড়পত্র পেলেন সীমা বিসলা। বুলগেরিয়ার সোফিয়ায় অলিম্পিকের যোগ্যতা অর্জন পর্বে ৫০ কেজি বিভাগের ফাইনালে উঠে ‍‘গ্রেটেস্ট শো অন দ্য আর্থ’-এর টিকিট পেয়ে গেলেন সীমা।
সেমিফাইনালের বাঁধা টপকানোর পথটা অবশ্য মোটেও সহজ ছিল না সীমার পক্ষে। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদকজয়ী পোল্যান্ডের কুস্তিগীর লুকাসিয়াকের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি ম্যাচের পর ২-১ ব্যবধানে জেতেন ভারতীয় তারকা। ফাইনালে সীমার প্রতিপক্ষ ইকুয়েডরের লুসিয়া গুজম্যান।
সীমা বিসলার আগে মহিলা কুস্তিগীর হিসাবে অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেছেন ভিনেশ ফোগাত (৫৩ কেজি বিভাগে), অংশু মালিক (৫৭ কেজি বিভাগে) এবং সোনম মালিক (৬২ কেজি বিভাগে)। ইতিহাসে প্রথমবার ভারত থেকে চার মহিলা কুস্তিগীর অলিম্পিকে প্রতিনিধিত্ব করতে চলেছেন।

     

বিজ্ঞাপন

Goto Top