লক্ষ্মীর জুতোয় পা গলিয়ে আত্মবিশ্বাসী মনোজ।
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কপ্রত্যাশা মতোই বাংলার ক্রীড়ামন্ত্রীর পদে বহাল থাকলেন অরূপ বিশ্বাস। সোমবার শপথ গ্রহণ অনুষ্ঠানে অরূপের পাশাপাশি ক্রীড়া প্রতিমন্ত্রী হিসাবে লক্ষ্মরতন শুক্লার ছেড়ে যাওয়া জুতোয় পা গলালেন মনোজ তিওয়ারিও।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রীসভায় ক্রীড়া দফতরের রাষ্ট্রমন্ত্রী হিসাবে শপথ নিলেন বাংলার প্রাক্তন অধিনায়ক। এর আগে দীর্ঘদিন এই দায়িত্ব সামলেছিলেন বাংলারই আর এক প্রাক্তন অধিনায়ক লক্ষ্মীরতন শুক্লা। কিন্তু ভোটের আগে তিনি পদত্যাগ করায় এই পদটি ফাঁকা হয়ে যায়। এবার সতীর্থ লক্ষ্মীর জুতোয় পা গলালেন মনোজ।
এক্ষেত্রে অবশ্য বঙ্গ রাজনীতির সঙ্গে ক্রিকেটের তুলনা টানা যেতেই পারে। লক্ষ্মীরতন শুক্লার অধিনায়কত্বে দীর্ঘদিন বাংলার হয়ে খেলেছেন হাওড়ার শিবপুরের বর্তমান বিধায়ক মনোজ। বাইশগজে লক্ষ্মী নেতৃত্ব ছাড়ার পরই দায়িত্ব এসেছিলেন ‘মান্নি’র কাঁধে। রাজনীতির ক্ষেত্রেও হুবহু সেরমকটাই হল।
ক্যাবিনেট মন্ত্রী না হয়েও আপসোস নেই মনোজের। তাঁর মতে, ‘মন্ত্রী হওয়া ভাগ্যের বিষয়। এরকম গুরুত্বপূর্ণ দায়িত্বের জন্য দিদি আমার নাম বিবেচনা করায় আমি কৃতজ্ঞ। প্রতি মুহূর্তে মানুষের সেবায় নিযুক্ত থাকতে চাই।’ সেইসঙ্গে দেশের জার্সি গায়ে শতরানকারী এই ব্যাটসম্যান বলেন, ‘আমি খেলাধুলো জগতের লোক। তাই খেলার উন্নতির কথা তো সবসময় ভাবব। তবে এই মুহূর্তে করোনার সঙ্গে লড়াই করাই একমাত্র লক্ষ্য আমার। মন্ত্রিত্ব পাওয়ায় দায়িত্ব আরও বেড়ে গেল।’