• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > অন্যান্য

টোকিও অলিম্পিকে অংশ নেওয়ার স্বপ্ন শেষ সাইনা-শ্রীকান্তের

হতাশা ব্যাডমিন্টন মহলে। 

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

টোকিও অলিম্পিকে খেলার স্বপ্ন শেষ সাইনা নেহওয়াল এবং কিদাম্বি শ্রীকান্তের। ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১৫ জুন অলিম্পিকে যোগ্যতা অর্জন পর্ব সরকারি ভাবে বন্ধ হয়ে যাচ্ছে। এই তারিখের মধ্যে অলিম্পিকে কোয়ালিফাই করার জন্য কোনও ইভেন্ট নেই। 

টোকিও অলিম্পিকের টিকিট পাওয়ার জন্য র‍্যাঙ্কিংয়ে প্রথম ষোলোতে থাকা বাধ্যতামূলক। সেখানে সাইনা নেহওয়ালের বর্তমান র‍্যাঙ্কিং ২২। শ্রীকান্ত রয়েছে ২০ নম্বরে। ফলে এই দুই তারকা কোনও ভাবেই অলিম্পিকে নামতে পারছেন না।বিডব্লুএফ এক বিবৃতিতে জানায়, ‍‘ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন নিশ্চিত করেছে যে অলিম্পিক শুরু হওয়ার আগে কোনও কোয়ালিফাইং টুর্নামেন্ট আয়োজন করা হবে না। ১৫ জুন যে ডেডলাইন রয়েছে, তার মধ্যে যেহেতু কোনও প্রতিযোগিতা আয়োজিত হবে না, তাই র‍্যাঙ্কিংয়েও পরিবর্তন সম্ভব নয়।’ টোকিওতে ব্যাডমিন্টন ইভেন্টে মহিলাদের সিঙ্গলসে প্রতিনিধিত্ব করবেন শুধুমাত্র পিভি সিন্ধু। পুরুষদের সিঙ্গলসেও মাত্র একজন প্রতিযোগী, সাই প্রনীথ। পুরুষদের ডাবলসে সাত্বিকসাইরাজ রেনকিরেড্ডি এবং চিরাগ শেট্টি জুটি প্রথমবার অলিম্পিকের আসরে নামতে চলেছেন। ভারত থেকে এই চারজনই অংশ গ্রহণ করবেন এবারের অলিম্পিকে।

     

বিজ্ঞাপন

Goto Top