• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > অন্যান্য

আজ এশীয় সেরা হওয়ার লড়াই মেরির

জিতলেই ষষ্ঠ খেতাব আসতে চলেছে

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে ষষ্ঠবার সোনা জয়ের দোরগোড়ায় পৌঁছে গিয়েছেন মেরি কম। রবিবার ৫১ কেজি বিভাগের ফাইনালে ভারতের এই মহিলা বক্সার মুখোমুখি হবেন কাজাখস্তানের নাজিম কিজাইবের বিরুদ্ধে।

সেমিফাইনালের লড়াইয়ে ৩৮ বছর বয়সী মেসি কার্যত উড়িয়ে দিয়েছেন মঙ্গোলিয়ার প্রতিদ্বন্দ্বীকে। লুতসাইখান অলট্যান্টসেতসেগের বিরুদ্ধে ৪-১ ব্যবধানে জিতে ফাইনালে উঠেছেন ছয়বারের বিশ্বচ্যাম্পিয়ন। তবে স্বর্ণপদক জয়ের রাস্তাটি মোটেও সহজ হবে না মেরির জন্য। কারণ, তাঁর প্রতিপক্ষও দু’বারের বিশ্বসেরা।

     

বিজ্ঞাপন

Goto Top