• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > অন্যান্য

ফরাসি ওপেনে শেষ ষোলোয় জকোভিচ

রিচার্ডস বেরানকিসকে স্ট্রেট সেটে উড়িয়ে দিলেন। 

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

ফ্রেঞ্চ ওপেনে দারুণ ছন্দে এগিয়ে চলেছেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জকোভিচ। প্রতিপক্ষদের হেলায় হারিয়ে একের পর হার্ডল টপকে চলেছেন জোকার। শনিবার তৃতীয় রাউন্ডের ম্যাচে লিথুয়ানিয়ার রিচার্ডস বেরানকিসকে স্ট্রেট সেটে উড়িয়ে পুরুষদের সিঙ্গলসে প্রি-কোয়ার্টার ফাইনালে পা রাখলেন সার্বিয়ান।

১ ঘণ্টা ৩২ মিনিটের ম্যাচে জোকারের পক্ষে ফল ৬-১, ৬-৪ এবং ৬-১। ওপেন যুগে দ্বিতীয় খেলোয়াড় হিসাবে ফরাসি ওপেনে ১৫বার চতুর্থ রাউন্ডে ওঠার কৃতিত্ব দেখালেন জকোভিচ। প্রথম জন রাফায়েল নাদাল।

     

বিজ্ঞাপন

Goto Top