স্ত্রীর শেষকৃত্যে গেলেন না উড়ন্ত শিখ
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ককরোনায় আক্রান্ত হয়েছিলেন। গত গত কয়েক সপ্তাহ হাসপাতালেই কেটেছিল তাঁর। অবশেষে রবিবার মোহালির হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ভারতের অন্যতম সেরা অ্যাথলিট মিলখা সিংয়ের স্ত্রী নির্মল কৌর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫। প্রয়াত নির্মলদেবী ভারতের হয়ে ভলিবল খেলেছেন। সেই দলের নেতৃত্বও দিয়েছেন।
মিলখা সিংয়ের পরিবারের তরফে জানানো হয়েছে, এ দিন বিকেল চারটে নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। স্বামী ছাড়াও রেখে দেলেন এক পুত্র ও তিন কন্যাকে। তাঁর পুত্র জীব মিলখা সিং ভারতের নামি গল্ফার।
মিলখা সিং নিজেও এই মুহূর্তে করোনা আক্রান্ত হয়ে ইনটেনসিভ কেয়ার ইউনিটে রয়েছেন। তাই স্ত্রীর শেষকৃত্যে যোগ দিতে পারেননি। গত ২৪ মে করোনা আক্রান্ত হয়ে মোহালিতে ফর্টিস হাসপাতালে ভর্তি হয়েছিলেন মিলখা। দু’দিন পরে তাঁর স্ত্রীও হাসপাতালে ভর্তি হন একই রোগে সংক্রমিত হয়ে। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংহ-সহ দেশের অনেক বিশিষ্ট ব্যক্তি।