• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > অন্যান্য

মিলখার প্রয়াণে শোকাহত গোটা দেশ

চণ্ডিগড়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মিলখা।

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে হার মানলেন কিংবদন্তি অ্যাথলিটউড়ন্ত শিখমিলখা সিং চণ্ডিগড়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মিলখাউড়ন্ত শিখের মৃত্যুতে গোটা দেশে শোকের ছায়া নেমে এসেছে।

শুক্রবার রাতেই মিলখা সিংয়ের মৃত্যুতে শোকপ্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লেখেন, ‍‘মিলখা সিংজি- সঙ্গে দিনকয়েক আগেও কথা হয়েছিল। ভাবতেই পারিনি সেটাই আমাদের শেষ কথাবার্তা হয়ে থাকবে। ওঁর থেকে তরুণ অ্যাথলিটরা অনুপ্রেরণা পাবে।’

 

     

বিজ্ঞাপন

Goto Top