বিশ্ব মঞ্চে জাত চেনাচ্ছেন অতনুও
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কপ্যারিসে অনুষ্ঠিত স্টেজ থ্রি তিরন্দাজি বিশ্বকাপে ভারতের সোনার দৌড় অব্যাহত। শুরুটা করেছিলেন অভিষেক বর্মা (পুরুষদের কমপাউন্ড ইভেন্টে)। এবার বিশ্ব মঞ্চে ভারতের মুখ উজ্জ্বল করলেন দেশের মেয়েরা।
রবিবাসরীয় প্যারিসে নারীশক্তির জয়গান। আগুন ঝলসালেন দীপিকা কুমারি। মহিলাদের রিকার্ভ দলের হয়ে সোনার পদক জেতার পর স্বামী অতনু দাসের সঙ্গে জুটি বেঁধে মিশ্র রিকার্ভ ইভেন্টেও সোনা জিতলেন রাঁচির বছর সাতাশের এই তিরন্দাজ। স্বামী-স্ত্রী’র যুগলবন্দিতে এই প্রথম ভারত সোনা পেল কোনও আন্তর্জাতিক আঙিনায়। বিশ্বের ৯ নম্বর তারকা দীপিকা ও অতনু ৫-৩ ফলে হারাল নেদারল্যান্ডসকে।
দীপিকা, অঙ্কিতা ভকত এবং কোমলিকা বারিকে নিয়েই মহিলাদের রিকার্ভ টিম। রবিবাসরীয় ফাইনালে ফ্রান্সের রাজধানীতে তাঁরা মেক্সিকোকে ৫৭-৫৭, ৫২-৫২, ৫৫-৫৪ ফলে হারিয়ে দেন। চলতি বছরে গুয়াতেমালা সিটিতে অনুষ্ঠিত বিশ্বকাপেও একই ইভেন্টে সোনা জিতেছিলেন এই ত্রয়ী। মোট হাফ ডজন বার সোনা জিতল ভারতের মহিলা দল।