মঙ্গলবার গভীর রাতে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রাক্তন হকি অলিম্পিয়ান।
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কবার্ধক্যজনিক অসুখে দীর্ঘদিন ধরেই ভুগছিলেন। মঙ্গলবার গভীর রাতে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রাক্তন হকি অলিম্পিয়ান কেশব দত্ত।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। তাঁর মেয়ে বিদেশে রয়েছেন। তিনি কলকাতায় এসে পৌঁছবেন শুক্রবার। তার পরে প্রয়াত এই খেলোয়াড়ের শেষকৃত্য সম্পন্ন হবে। ১৯২৫ সালে ২৯ ডিসেম্বর বর্তমান পাকিস্তানের লাহোরে জন্ম কেশব দত্তের। ভারতের হয়ে ১৯৪৮ ও ১৯৫২ সালে অলিম্পিকে সোনজয়ী হকি দলের প্রতিনিধিত্ব করেছিলেন তিনি।কলকাতা ময়দানেও দীর্ঘদিন খেলেছেন কেশব দত্ত। দেশভাগের পরে কলকাতাতেই পাকাপাকিভাবে চলে আসেন তিনি। হকির জাদুকর ধানচাঁদ, কেডি সিংবাবু, বলবীর সিং সিনিয়র আর লেসলি ক্লডিয়াসের সঙ্গে হকি খেলেছেন এই অলিম্পিয়ান। দেশভাগের পরে কলকাতায় পোর্ট কমিশনারর্স(পোর্ট ট্রাস্ট) এই সময় তাঁকে খেলতে দেখে মোহনবাগানে নিয়ে আসেন তৎকালীন হকি সচিব জহর গঙ্গোপাধ্যায়। ১৯৫১ সাল থেকে ১৯৬০ সাল পর্যন্ত মোহনবাগানে হকি খেলেছেন তিনি। ১৯৫২ সালে মোহনবাগান হকিতে প্রথম্ দ্বিমকিুট পায়, সেবারই তাদের প্রথম বেটন কাপ জয়।সেই দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন কেশব। ২০১৯ সালে তার এই অবদানের কথা স্মরণ রেখে মোহনবাগান তাকে মোহনবাগান রত্ন প্রধান করে। মোহনবাগানে ১৯৫১ থেকে ১৯৫৩ ও ১৯৫৭-৫৮ মরশুম, দুই দফায় তিনি মোহনবাগান হকি দলের অধিনায়কত্ব করেছেন। বাগানে খেলার সময় ৬ বার হকি লিগ ও তিনবার বেটন কাপও জিতেছেন তিনি। ১৯৫৬ সালে মেলবোর্ন অলিম্পিকেও নির্বাচিত হয়েছিলেন। কিন্তু চাকরীজনিত কারনে খেলতে যেতে পারেননি।
এদিন সকালে কেশব দত্তের মৃত্যর খবর ছড়িয়ে পড়তেই দেশ বিদেশের বিভিন্ন জায়গা থেকে শোকবার্তা আসতে শুরু করেছে। সকালেই তার বাড়িতে ছুটে যান বেঙ্গল হকি অ্যাসোসিয়েশন ও বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি স্বপন (বাবুন ) বন্দ্যোপাধায়। তার মৃতুতে শোকাহত দেশের ক্রীড়ামহল।