ভারোত্তোলনে ৪৯ কেজি বিভাগে রুপো পেলেন মণিপুরের মেয়ে
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কনারীশক্তির হাত ধরে টোকিওতে পদক-বোধন ভারতের। অলিম্পিকের শুরুতেই দেশকেই রুপো এনে দিলেন মহিলা ভারোত্তলক মীরাবাই চানু। শনিবার ৪৯ কেজি বিভাগে পদক জিতে ইতিহাসের পাতায় নাম লেখালেন মণিপুরি অ্যাথলিট।
মীরাবাইয়ের এই পদক জয় দুটি কারণে স্মরণীয় হয়ে থাকবে ভারতের অলিম্পিক ইতিহাসে। ভারোত্তলনে দীর্ঘ ২১ বছরের খরা কাটালেন তিনি। ২০০০ সালে কর্ণম মালেশ্বরী দেশের প্রথম মহিলা ভারোত্তলক হিসাবে পদক জিতেছিলেন। তবে তিনি পেয়েছিলেন ব্রোঞ্জ। মীরাবাই চানু জিতলেন রুপো।
রৌপ্যপদক জয়ের নিরিখে চানু দেশের দ্বিতীয় মহিলা ক্রীড়াবিদ। ২০১৬ অলিম্পিকে ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু দেশের প্রথম মহিলা অ্যাথলিট হিসাবে রুপোর পদক জেতেন। এই তালিকায় দ্বিতীয় স্থানে নিজের নামটি স্বর্ণাক্ষরে লিখে রাখলেন চানু।
মোট ২০২ কেজি ওজন তুলে ৪৯ কেজি বিভাগে দ্বিতীয় হলেন এই মণিপুরি ভারোত্তলক। এই বিভাগে সোনা জিতেছেন হউ ঝিহুই। চিনের এই প্রতিযোগী ২১০ কেজি ওজন তুলেছেন। স্ন্যাচ বিভাগে ৮৭ কেজি ওজন তুলেছিলেন চানু। এরপর ক্লিন অ্যান্ড জার্কে ১১৫ কেজি ওজন তোলেন তিনি।