• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > অন্যান্য

ফাইনালে উঠতে পারলেন না প্রণতি

যোগ্যতা অর্জন পর্বে শেষ করলেন দ্বাদশ স্থানে

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

লড়াই শেষ। চেষ্টা করেও ফাইনাল রাউন্ডে উঠতে পারলেন না প্রণতি নায়েক। অলিম্পিকে যোগ্যতা অর্জন পর্বে শেষ করলেন দ্বাদশ স্থানে

মহিলাদের অর্টিস্টিক জিমন্যাস্টিক্সের যোগ্যতা অর্জন পর্বে নেমেছিলেন প্রণতি। অলরাউন্ড পর্বে  ৪২.৫৬৫ স্কোর করেন মেদিনীপুরের পিংলার মেয়ে। এর মধ্যে সর্বোচ্চ পয়েন্ট পেয়েছেন ভল্টে (১৩.৪৬৬) ছাড়া ফ্লোরে ১০.৬৩৩, আনইভেন বারে .০৩৩ এবং ব্যালান্স বিমে .৪৩৩ পয়েন্ট পেয়েছেন প্রণতি।

বাংলার এই জিমন্যাস্টকে নিয়ে অনেক আশা ছিল। হয়ত অলিম্পিকে কিছু একটা করতে পারবেন। কিন্তু শেষ পর্যন্ত ফাইনালে উঠতে ব্যর্থ হওয়াতে হতাশ বাংলার ক্রীড়ামহল।

 

     

বিজ্ঞাপন

Goto Top