• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > অন্যান্য

বিশ্ব ক্যাডেট কুস্তিতে সোনা জিতলেন প্রিয়া

৭৩ কেজি বিভাগে বেলারুসের প্রতিদ্বন্দ্বী সোনিয়া পাটাপোভিচকে ৫-০ পয়েন্টে হারিয়ে সোনা জিতে নেন ।

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

সারা বিশ্বের চোখ এখন অলিম্পিকে। লাইমলাইটের পুরোটা জুড়েই রয়েছে এই মেগা ইভেন্ট। অলিম্পিকে না থেকেও বিশ্ব পর্যায়ে দেশের নাম উজ্জ্বল করলেন প্রিয়া মালিক। বিশ্ব ক্যাডেট কুস্তিতে ৭৩ কেজি বিভাগে বেলারুসের প্রতিদ্বন্দ্বী সোনিয়া পাটাপোভিচকে ৫-০ পয়েন্টে হারিয়ে সোনা জিতে নেন প্রিয়া।

২০১৯ সালে খেলো ইন্ডিয়া গেমসে সোনা জিতেছিলেন প্রিয়া। একই বছরে ১৭তম স্কুল গেমসেও সোনা জেতেন তিনি। ২০২০-তে তাঁর নামের পাশে রয়েছে দুটি সোনা। প্রিয়া ছাড়াও সোনা জিতেছেনতনু মালিক। ৪৩ কেজি বিভাগে সোনা জেতেন তিনি।

     

বিজ্ঞাপন

Goto Top