চাইনিজ তাইপেইয়ের চেন নিয়েন-চিনকে ৪-১ ব্যবধানে হারিয়ে দেন লভলিনা।
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কসেমিফাইনালে উঠার পরে অলিম্পিকে ব্রোঞ্জ নিশ্চিত করে নিয়েছেন লভলিনা বড়গোহাঁইায়।তবে শুধু ব্রোঞ্জ নয়, সোনা জয়ই লক্ষ্য, সেমিফাইনালে উঠে সেই কথাই জানালেন ভারতীয় বক্সার । তিনি বলেন, ভারতের জন্য 'সোনা জিততে চাই। সেটাই আমার আসল লক্ষ্য।’
চাইনিজ তাইপেইয়ের চেন নিয়েন-চিনকে ৪-১ ব্যবধানে হারিয়ে দেন লভলিনা। কোয়ার্টার ফাইনালে জিতে পদক নিশ্চিত করলেন তিনি। সেমিফাইনালে উঠে লভলিনা বলেন, ''কোয়ার্টার ফাইনালে জিতে দারুণ লাগছে। এ বার সেমিফাইনাল জেতাই লক্ষ্য। চেষ্টা করব আরও ভালো খেলতে। ভারতের জন্য সোনা জিততে চাই।’