• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > অন্যান্য

সোনা জিততে চান লভলিনা

চাইনিজ তাইপেইয়ের চেন নিয়েন-চিনকে - ব্যবধানে হারিয়ে দেন লভলিনা।

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

সেমিফাইনালে উঠার পরে অলিম্পিকে ব্রোঞ্জ নিশ্চিত  করে নিয়েছেন লভলিনা বড়গোহাঁইায়।তবে শুধু ব্রোঞ্জ নয়, সোনা জয়ই লক্ষ্য, সেমিফাইনালে উঠে সেই কথাই জানালেন ভারতীয় বক্সার তিনি বলেন, ভারতের জন্য 'সোনা জিততে চাই সেটাই আমার আসল লক্ষ্য

চাইনিজ তাইপেইয়ের চেন নিয়েন-চিনকে - ব্যবধানে হারিয়ে দেন লভলিনা। কোয়ার্টার ফাইনালে জিতে পদক নিশ্চিত করলেন তিনি। সেমিফাইনালে উঠে লভলিনা বলেন, ''কোয়ার্টার ফাইনালে জিতে দারুণ লাগছে। বার সেমিফাইনাল জেতাই লক্ষ্য। চেষ্টা করব আরও ভালো খেলতে। ভারতের জন্য সোনা জিততে চাই।’

 

 

     

বিজ্ঞাপন

Goto Top