• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > অন্যান্য

সিন্ধুর স্রোতে ভেসে এল ব্রোঞ্জ

প্রথম ভারতীয় মহিলা হিসাবে পরপর দু'টি অলিম্পিকে পদক জয়

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

নাহ, এক্কেবারে খালি হাতে ফিরছেন না তিনি। রবিবার একাধিক নজির গড়ে টোকিওতে পোডিয়াম ফিনিশ করলেন পিভি সিন্ধু। গলায় ব্রোঞ্জ পদক ঝুলিয়ে দেশে ফিরবেন হায়দরাবাদি শাটলার। 

টোকিওর মঞ্চে আরও একবার ভারতীয় নারীশক্তির উত্থান। সিন্ধুর স্রোতে ভেসে গেলেন হি বিং জিয়াও। মাত্র ৫৩ মিনিটের ম্যাচের চিনা প্রতিপক্ষকে স্ট্রেট গেমে উড়িয়ে দিলেন গোপীচাঁদের এই শিষ্যা। খেলার ফলাফল ২১-১৩, ২১-১৫।

সিন্ধুর হাত ধরে টোকিও অলিম্পিক্সে দ্বিতীয় পদক ঘরে তুলল ভারত। অলিম্পিক্স শুরুর আগেই থেকেই অবশ্য হায়দরাবাদি ব্যাডমিন্টন তারকাকে ঘিরে প্রত্যাশার পারদ ছিল তুঙ্গে। সেই মতো দুরন্ত গতিতে লক্ষ্যে এগিয়ে চলেছিলেন তিনি। কিন্তু সেমিফাইনালে হঠাৎ ছন্দপতন!

গতবার রিও অলিম্পিক্সে রুপো জিতেছিলেন সিন্ধু। স্বাভাবিকভাবেই প্রত্যাশা আরও একটু চড়িয়ে এবার সোনার স্বপ্নে বুঁদ ছিলেন তিনি। কিন্তু শেষ চারে হেরে যাওয়ায় অনেকেই আশঙ্কা করেছিলেন, মানসিক ভাবে বিধ্বস্ত হয়ে পড়বেন সিন্ধু। আদতে দেশকে খ্যাতির শিখরে নিয়ে যাওয়ার ন্যূনতম সম্ভাবনাটাও হাতছাড়া করতে নারাজ ছিলেন বছর ২৬-এর এই শাটলার।

নিখুঁত জাজমেন্ট এবং কোর্টের ক্ষিপ্রতার জোরে মুখ উজ্জ্বল করলেন দেশের। সেইসঙ্গে প্রথম ভারতীয় মহিলা হিসাবে টানা দুই অলিম্পিক্সে পদক জয়ের কৃতিত্ব দেখালেন সিন্ধু। এর আগে এই নজির গড়েছিলেন ভারতীয় কুস্তিগীর সুশীল কুমারের। কিন্তু দেশের ক্রীড়া ইতিহাসে কোনও মহিলার এই অনবদ্য কৃতিত্বের অধিকারী হতে পারেননি এর আগে।

তবে শুধুমাত্র ভারতীয় হিসাবেই নয়, মহিলাদের সিঙ্গলস ইভেন্টে পরপর দুটি অলিম্পিক্সে পদক জয়ের ঘটনা বেশ বিরল। সেদিক থেকে সিন্ধু হলেন বিশ্বের চতুর্থ মহিলা। টোকিও ভারতকে প্রথম পদক এনে দিয়েছেন ভারোত্তোলক মীরাবাই চানু। বক্সিংয়ের সেমিফাইনালে ওঠার সৌজন্যে লভলিনারও পদক নিশ্চিত। তবে এখনও গলায় ঝোলাতে পারেননি তিনি। ফলে চানুর পথ অনুসরণ করে দেশকে দ্বিতীয় পদক দিলেন সিন্ধু। পাশাপাশি ভারতের ক্রীড়া ইতিহাসে নিজের নামটিও স্বর্ণাক্ষরে লিখে রাখলেন হায়দরাবাদি তনয়া।

     

বিজ্ঞাপন

Goto Top