মারিনের টুইটের উত্তরে টুইট এসআরকে-র
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কভারত-অস্ট্রেলিয়া মেয়েদের হকি ম্যাচ। আর যে মেয়েদের নিয়ে কোনওই আশা ছিল না তারাই দেশের মুখ উজ্জ্বল করল শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারিয়ে। শুধু কবির খানের দলের কাছে সেটা ছিল ফাইনাল। আর সিওর্ড মারিনের দলের কাছে ছিল কোয়ার্টার ফাইনাল। পর্দা আর বাস্তবের মধ্যে পার্থক্য এটুকুই।
তবে নিজের ছাত্রীদের নিয়ে মারিন নিজেও বোধহয় বিশেষ আশাবাদী ছিলেন না। তাই মেয়েরা অলিম্পিক সেমিফাইনালে জায়গা করে নেওয়ার পর তিনি টুইট করেছিলেন, “পরিবারের কাছে দুঃখিত, ফিরতে আবার দেরি হবে।“ যার উত্তরে শাহরুখ খান লিখেছেন, “হ্যাঁ হ্যাঁ, কোনও অসুবিধা নেই। শুধু ফেরার পথে কিছু সোনা নিয়ে আসবেন আপনার একশো কোটির পরিবারের জন্য। এবার ধনতেরাসও ২ নভেম্বর। প্রেরকঃ প্রাক্তন কোচ কবীর খান।“
প্রসঙ্গত, ২ নভেম্বরই জন্মদিন বলিউডের বাদশার।