৪-৭ ব্যবধানে হার মানলেন এই কুস্তিগীর।
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কপ্রত্যাশা পুরণ করতে পারলেন না ভারতীয় কুস্তিগীর রবি কুমার দাহিয়া।ইতিহাস তৈরি থেকে একধাপ দূরেই থেমে গেলেন এই ভারতীয় কুস্তিগীর।দুরন্ত লড়াই করেও ৫৭ কেজি ফ্রিস্টাইল কুস্তির ইভেন্টের ফাইনালে হেরে গেলেন রাশিয়া অলিম্পিক কমিটির প্রতিযোগীর কাছে। ৪-৭ ব্যবধানে হার মানলেন রবি। অলিম্পিকে রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হল রবিকে।
এদিন শুরু থেকেই বিশ্বচ্যাম্পিয়ন জাভুর উগুয়েভের বিরুদ্ধে দুরন্ত লড়াই করছিলেন রবি ।কিন্তু একসময়ে রবিকে পরাস্ত করে পয়েন্টের বিচারে কিছুটা এগিয়ে যান জাভুর। পরবর্তীতে রবি ফিরে আসার লড়াই চালালেও তা যথেষ্ট ছিল না। শেষপর্যন্ত ৭-৪ ফলেই ম্যাচ শেষ হয়ে যায়। কোয়ার্টার ফাইনালে পিছিয়ে থেকেও ম্যাচে ফিরে এসেছিলেন তিনি। তাই আশা করা হয়েছিল সেমিফাইনালে ম্যাচে ফিরে আসতে পারবেন। কিন্তু ভারতবাসীকে হতাশ করলেন রবি।