• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > অন্যান্য

জার্মানিকে হারিয়ে হকিতে ব্রোঞ্জ জিতল ভারত

 - গোলে হারিয়ে দিল ভারতীয় হকি দল

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

৪১ বছরের অপেক্ষার অবসান

সেই অপেক্ষার অবসান ঘটল শ্রীজেশদের হাত ধরে ৪১ বছর পর অলিম্পিক হকিতে পদক জিতল ভারত বৃহস্পতিবার তৃতীয় স্থান নির্ণায়ক অর্থাৎ ব্রোঞ্জ মেডেল ম্যাচে টান টান লড়াই শেষে জার্মানিকে - গোলে হারিয়ে দিল ভারতীয় হকি দল

শেষবার ১৯৮০ অলিম্পিকে সোনা জিতেছিল ভারত বিশ্ব মঞ্চে সেটাই ছিল ভারতের শেষ বড় সাফল্য তারপর জার্মানির বিরুদ্ধে একটা সময় - গোলে পিছিয়েছিল ভারত। ম্যাচ শুরুর মিনিট দুয়েকের মধ্যেই গোলে এগিয়ে যায় জার্মানি ১৭ মিনিটে গোল শোধ করে সমতা ফেরান সিমরনজিত সিং এরপর ২৪ এবং ২৫ মিনিটে পরপর দুগোল করে - গোলে এগিয়ে যায় জার্মানরা কিন্তু দুগোলে পিছিয়ে পড়েও দমে যায়নি ভারত পালটা আক্রমণে যান রূপিন্দর ,মনপ্রীতরা ফল মেলে ২৭ এবং ২৯ মিনিটে পরপর দুগোল করে সমতা ফেরায় টিম ইন্ডিয়া ম্যাচের তৃতীয় কোয়ার্টারের শুরুতেই এগিয়ে যায় টিম ইন্ডিয়া ম্যাচের চতুর্থ কোয়ার্টারে এসে আরও এক গোল শোধ করে জার্মানরা

     

বিজ্ঞাপন

Goto Top