• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > অন্যান্য

পদ্ম বিভূষণ মেরি কম, পদ্ম ভূষণ সম্মান পাচ্ছেন পিভি সিন্ধু

ঘোষিত হল পদ্ম সম্মান ২০২০। দেশের বিভিন্ন ক্ষেত্রের পাশাপাশি প্রজাতন্ত্র দিবসের আগের সন্ধেয় পদ্ম সম্মানে উজ্জ্বল দেশের ক্রীড়া নক্ষত্ররাও। যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বক্সার মেরি কম, শাটলার পুসারলা ভেঙ্কট সিন্ধু, ক্রিকেটার জাহির খান।

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

ঘোষিত হল পদ্ম সম্মান ২০২০। দেশের বিভিন্ন ক্ষেত্রের পাশাপাশি প্রজাতন্ত্র দিবসের আগের সন্ধেয় পদ্ম সম্মানে উজ্জ্বল দেশের ক্রীড়া নক্ষত্ররাও। যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বক্সার মেরি কম, শাটলার পুসারলা ভেঙ্কট সিন্ধু, ক্রিকেটার জাহির খান।

ভারত রত্নের পর দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্ম বিভূষণ সম্মানে সম্মানিত হতে চলেছেন ২০১২ লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জজয়ী বক্সার মেরি কম। যদিও কেবল অলিম্পিক ব্রোঞ্জ পদকই মেরির বর্ণময় কেরিয়ারের একমাত্র সাফল্য নয়। কেরিয়ারে ছয় ছ’বার বিশ্বচ্যাম্পিয়নের শিরোপা ছিনিয়ে নেওয়া মণিপুরী বক্সারকে দেশের দ্বিতীয় নাগরিক সম্মানে সম্মানিত করার বিষয়টি তাই যথার্থ বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। বিশ্বচ্যাম্পিয়নশিপের মঞ্চে ছ’টি সোনা ছাড়াও মেরির ঝুলিতে রয়েছে একটি রুপোও।

২০১৬ ভারতীয় বক্সারের জীবন নিয়ে তৈরি চলচ্চিত্র ‘মেরি কম’ সাড়া ফেলেছিল দর্শক মহলে। রুপোলি পর্দায় মেরি কমের চরিত্রে অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। মেরির পদ্মি বিভূষণের পাশাপাশি পদ্ম সম্মানে সম্মানিত হতে চলেছেন শাটলার পুসারলা ভেঙ্কট সিন্ধু। ২০১৬ রিও অলিম্পিকে রুপো জয়ের পাশাপাশি ২০১৯ বিশ্বচ্যাম্পিয়নের স্বাদ পেয়েছেন হায়দরাবাদি এই শাটলার। এছাড়াও বিশ্বচ্যাম্পিয়নশিপের মঞ্চে সিন্ধুর কেরিয়ারে রয়েছে ২টি রুপো ও ২টি ব্রোঞ্জ। উল্লেখ্য, পদ্ম ভূষণ দেশের তৃতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান।

     

বিজ্ঞাপন

Goto Top