বিজেপি’তে যোগদান করতে পারেন ব্যাডমিনটন চ্যাম্পিয়ন সাইনা নেহাল। তেমনতাই জানা গিয়েছে সূত্র মারফত।
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কবুধবারই বিজেপি’তে যোগদান করতে পারেন ব্যাডমিনটন চ্যাম্পিয়ন সাইনা নেহাল। তেমনতাই জানা গিয়েছে সূত্র মারফত।
এএনআই জানিয়েছে, সাইনা নেহাল ভারতের অন্যতম সফল এথলিট যিনি অলিম্পিক এবং কমনওয়েলথ গেমস জিতেছেন।২০১৫ সালে, ২৯ বছর বয়সী সাইনা নেহাল প্রথম ভারতীয় মহিলা ব্যাডমিন্টন খেলোয়াড় যিনি বিশ্ব র্যাংকিং-এ প্রথম এসেছেন। বর্তমানে সাইনা বিশ্বের তালিকায় নয় নম্বর খেলোয়াড়। দিল্লি বিধানসভা নির্বাচনের ঠিক দু’দিন আগে সাইনা নেহালের ভারতীয় জনতা পার্টিতে যোগদান যথেষ্ট উল্লেখযোগ্যভাবেই দেখছে রাজনৈতিক মহল।