মানবিক অ্যাথলিট
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কএই মুহূর্তে ভয়াবহ বন্যায় ভাসছে অসম। একে করোনা সংক্রমণের ভয়। তার উপরে বন্যা। এই দু’য়ের সাঁড়াশি আক্রমণের সামনে পড়ে অসহায় অবস্থা অসমের বাসিন্দাদের। উজান অসম-সহ রাজ্যের একটি বিস্তৃর্ণ এলাকা জলমগ্ন। কাজিরাঙ্গা অভয়ারণ্যে বন্যার প্রকোপে প্রাণ গিয়েছে বণ্যপ্রাণীদেরও। ঘরবাড়ি তছনছ হয়ে গিয়েছে বহু মানুষের।
এ রকম অবস্থায় অসমের বন্যার্ত জনগণের পাশে দাঁড়াতে গোটা দেশের মানুষকে এগিয়ে আসার আহ্বান করলেন অসমের মহিলা অ্যাথলিট হিমা দাস। দু’বছর আগে জুনিয়র বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ৪০০ মিটারে সোনা জিতে ইতিহাস তৈরি করেছিলেন হিমা। বর্তমানে পাতিয়ালায় জাতীয় শিবিরে থেকে প্রস্তুতি নিচ্ছেন টোকিও অলিম্পিকের জন্য। অসমের নগাঁও এলাকার মেয়ে হিমা টুইটারে লিখেছেন, ‘‘আমার রাজ্য অসমের মানুষ এই মুহূর্তে খুব দুর্দশার সঙ্গে দিন কাটাচ্ছেন। কোভিড-১৯ তো ছিলই। এ বার তার সঙ্গে রাজ্যে হানা দিয়েছে ভয়ঙ্কর বন্যা। বহু এলাকা জলমগ্ন। আমার রাজ্যের বন্যাক্রান্ত ভাই-বোনদের পাশে দাঁড়িয়ে সাহায্য করুন। এই অবস্থায় বাড়িয়ে দিন আপনার সাহায্যের হাত। অসমের মুখ্যমন্ত্রীর বন্যাত্রাণ তহবিলে মুক্তহস্তে দান করুন।’’