• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > অন্যান্য

রিং-এ ফিরছেন টাইসন

পিছু ছাড়ছে না বিতর্ক

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

১৯৯৭ সালের ২৮ জুন। চরম উত্তেজনাময় ম্যাচে প্রতিদ্বন্দ্বী ইভান্ডার হোলিফিল্ডের কান কামড়ে ছিঁড়ে নিয়েছিলেন মাইক টাইসন। বক্সিং-এর ইতিহাসে যা কুখ্যাত হয়ে রয়েছে ‘বাইট অফ নাইন্টি সেভেন’ নামে। এরকমই একগুচ্ছ বিতর্ক সারা জীবন তাড়া করেছে তাঁকে। ৫৪ বছর বয়সে সিদ্ধান্ত নিয়েছেন, ফিরবেন বক্সিং রিং-এ। কিন্তু ফিরছেন সেই বিতর্ককে সঙ্গী করেই। করোনার আবহে যখন গোটা পৃথিবীজুড়ে সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলা হচ্ছে, তখন নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে বক্সিং-এর মতো ‘বডি কন্ট্যাক্ট’ খেলায় টাইসনের অংশ নেওয়ার সিদ্ধান্তে কিছুটা অবাক ক্রীড়ামহল।

উল্লেখ্য, ১৯৮৬ সালে সর্বকনিষ্ঠ বক্সার হিসাবে হেভিওয়েট চ্যাম্পিয়ন হয়েছিলেন টাইসন। তখন তাঁর বয়স ছিল মাত্র ২০ বছর। ২০০৫ সালে পরপর দু’ম্যাচে হারার পর পেশাদার বক্সিং থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

এক টুইটার বার্তায় টাইসন জানিয়েছেন, আগামী ১২ সেপ্টেম্বর একটি প্রদর্শনী ম্যাচে রয় জোনস জুনিয়রের মুখোমুখি হবেন তিনি। তবে টাইসনের লড়াই খুব একটা সহজ হবে না বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। কারণ, উল্টোদিকে থাকা ৫১ বছর বয়সী জোনস চারটি বিভাগে বিশ্বচ্যাম্পিয়ন – মিডলওয়েট, সুপার মিডলওয়েট, লাইট হেভিওয়েট এবং হেভিওয়েট। গত ১০৬ বছরে কোনও বক্সার মিডলওয়েট বিভাগ থেকে এসে হেভিওয়েট বিভাগে বিশ্বচ্যাম্পিয়ন হতে পারেননি।

     

বিজ্ঞাপন

Goto Top