• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > অন্যান্য

করোনার ধাক্কায় প্রয়াত রাজ্য অ্যাথলেটিক্সের দুই কর্তা

শোকাহত অ্যাথলেটিক্স মহল

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

করোনার সংক্রমণে একই দিনে প্রয়াত হলেন রাজ্য অ্যাথলেটিক্সের প্রাক্তন ও বর্তমান দুই কর্তা। এদের মধ্যে ইনস্পেক্টর অভিজ্ঞান মুখোপাধ্যায় কলকাতা পুলিশের ইকুইপমেন্ট সেলে অফিসার-ইন-চার্জ হিসেবে কর্মরত ছিলেন। কলকাতায় করোনার বিরুদ্ধে একদম সামনের সারিতে থেকে লড়ছিলেন তিনি। কিন্তু তা করতে গিয়ে নিজেই এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে পড়েছিলেন অভিজ্ঞানবাবু। শুক্রবার কলকাতার একটি হাসপাতালে সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৪৯ বছর।

আটের দশকের মাঝামাঝি ১৯৮৫-১৯৮৭ ইস্টবেঙ্গল ক্লাবের হয়ে রাজ্য অ্যাথলেটিক্সে ১০০ ও ২০০ মিটারে নেমে সফল হয়েছিলেন তিনি। তার বছর আগে রোভার্স ও রেঞ্জার্স স্পোর্টস অ্যাসোসিয়েশনের হয়ে রাজ্য অ্যাথলেটিক্স সংস্থা ওয়েস্টবেঙ্গল অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের কর্মসমিতিতে যুক্ত হয়েছিলেন তিনি। এ ছাড়াও কর্মসূত্রে কলকাতা পুলিশের সঙ্গে যুক্ত থাকায় তাদের হয়ে কলকাতা ময়দানে রাগবি ও বাস্কেটবলও খেলেছেন অভিজ্ঞানবাবু। এ ছাড়াও রাজ্য বাস্কেটবল সংস্থার সহ-সচিব ছিলেন তিনি। এ দিন তাঁর মৃত্যু সংবাদ পেয়েই বাংলার অ্যাথলেটিক্স ও বাস্কেটবল সংস্থায়-সহ গোযা ময়দানেই শোকের ছায়া নেমে আসে। করোনা আক্রান্ত হয়ে শুক্রবার রাতে মারা গিয়েছেন রাজ্য অ্যাথলেটিক্স সংস্থার প্রাক্তন সহ-সভাপতি বিনয় সরকার। অ্যাথলেটিক্স মহলে দুই কর্তার প্রয়াণে বড় ধাক্কা কলকাতা ময়দানের খেলায়।   

     

বিজ্ঞাপন

Goto Top