গত এশিয়ান গেমসে ৪x৪০০ মিটার রিলে ইভেন্টে বাহরিনের বাতিল সোনা পাবেন হিমারা
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কডোপিংয়ের কারণে বাতিল হল ২০১৮ এশিয়ান গেমসে মিক্সড ৪x৪০০ মিটার রিলে ইভেন্টে বাহরিনের সোনার পদক। এই ইভেন্টের সোনার পদক যাচ্ছে দ্বিতীয় হওয়া ভারতীয় দলের কাছে। যে দলে ছিলেন মহম্মদ আনাস, পূবাম্মা, হিমা দাস ও আরোকিয়া রাজীব।
এই ইভেন্টে প্রথম বাহরিনের কেমি আদেকোয়া ডোপ পরীক্ষায় দোষী সাব্যস্ত হয়েছেন। তাঁকে চার বছর নির্বাসিত করেছে আন্তর্জাতিক অ্যাথলেটিক্স সংস্থার দুর্নীতি দমন শাখা।
জাকার্তায় ২০১৮ সালে এশিয়ান গেমসে এই ইভেন্টের পরেই ভারতীয় দল বাহরিনের বিরুদ্ধে সরকারি ভাবে অভিযোগ দায়ের করে। বলা হয়েছিল, হিমাকে ট্র্যাকে ইচ্ছাকৃত বাধা দিয়েছেন বাহরিনের স্প্রিন্টার। কিন্তু তা না মেনে ভারতীয় দলকে রুপো দেওয়া হয়।
এ দিকে, দু’বছর পরে এশিয়ান গেমসে রুপোর পদক সোনায় পরিবর্তন খুশি বিমা। শুক্রবার টুইট করে তিনি বলেন, ‘‘৪x৪০০ মিটার রিলেতে এশিয়ান গেমসের যে সোনা ২৪ ঘণ্টা আগে পেয়েছি, তা উৎসর্গ করছি করোনা যোদ্ধাদের। যার মধ্যে রয়েছেন পুলিশ, চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা। যাঁরা প্রথম সারিতে থেকে এই অতিমারির বিরুদ্ধে লড়াই করে মানুষের জীবন বাঁচাচ্ছেন। দেশের এই কঠিন সময়ে এঁরা নিঃস্বার্থ ভাবে সমাজের সেবা করে যাচ্ছেন।’’
এ ছাড়াও, মহিলাদের ৪০০ মিটার হার্ডলসে ব্রোঞ্জ পেয়েছিলেন আদেকোয়া। এই ইভেন্টে চতুর্থ হয়েছিলেন ভারতের অনু রাঘবন। ফলে ব্রোঞ্জ পাবেন অনু।