• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > অন্যান্য

করোনার জেরে ভার্চুয়াল হতে চলেছে সেরা ক্রীড়াবিদদের অ্যাওয়ার্ড

মঞ্চে সেরা ক্রীড়াবিদদের অ্যাওয়ার্ড বাতিল করলেও ভার্চুয়াল করছেন আয়োজকরা। 

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক


করোনা ভাইরাসের ছোবলে গোটা দেশ এখন লকডাউন। এই ভাইরাসের ছোবল পড়েছে গোটা বিশ্বে। বিদেশ বাদে ভারতে এখন সব খেলা বন্ধ। কবে এই পরিস্থিতি স্বাভাবিক কবে তা কেউ বলতে পারছেন না।সরকারও কিংকর্তব্য বিমূঢ। এই পরিস্থিতিতে অনেকটা বাধ্য হয়েই মঞ্চে সেরা ক্রীড়াবিদদের অ্যাওয়ার্ড স্থগিত রাখতে বাধ্য হচ্ছে দমদম বিবেকানন্দ স্পোর্টস ফাউন্ডেশন। করোনা যেহারে মহামারী আকার ধারণ করছে দিন দিন তাতে বাধ্য হয়েই এবার সেরা ক্রীড়াবিদদের অ্যাওয়ার্ড বাতিল করতে চলেছে আয়োজকরা। ছ’ বছর এই পুরস্কার বেশ জমকালোভাবে আয়োজন করেছেন উদ্যোক্তারা। তাই ইচ্ছা ছিল সপ্তম বছরেও বেশ ভালোভাবে সেরা ক্রীড়াবিদদের অ্যাওয়ার্ড অনুষ্ঠান আয়োজন করার। কিন্তু সব কিছু ভেস্তে গিয়েছে করোনার জন্যই। তবে এবার সেরা ক্রীড়াবিদদের অ্যাওয়ার্ড ভেস্তে গেলেও ভার্চুয়াল অনুষ্ঠান করার পরিকল্পনা রয়েছে আয়োজকদের। পাশাপাশি উঠতি অ্যাথলিটদের সাহায্যও  করা হবে। তবে এবার মঞ্চে অনুষ্ঠান না হওয়ার জন্য তাদের মধ্যে হতাশা রয়েছে।

সেরা ক্রীড়াবিদদের অ্যাওয়ার্ড প্রসঙ্গে দমদম বিবেকানন্দ স্পোর্টস ফাউন্ডেশনের সহ-সচিব সুখেন মণ্ডল বলেন, ‘দেশ এক সংঙ্কটের মধে দিয়ে চলেছে। প্রত্যেকের জীবনের গুরুত্ব রয়েছে। এই লকডাউনের ষথেষ্ট কারণ রয়েছে। তাই সবদিক বিবেচনা
করেই  আমরা মঞ্চে সেরা ক্রীড়াবিদদের অ্যাওয়ার্ড বাতিল করার সিদ্ধান্ত রয়েছি। কারণ এই পরিস্থিতিতে এই অনুষ্ঠান করা যায় না।তবে মঞ্চে অনুষ্ঠান না করতে পারলেও ভার্চুয়াল অনুষ্ঠান করব।’

একই সঙ্গে তিনি বলেন, ‘বিবেকানন্দ স্পোর্টস ফাউন্ডেশন প্রতিবছরই দুস্থ ও সেরা ক্রীড়াবিদদের অ্যাওয়ার্ড দেয়। এবারও যথারীতি দেব। প্রত্যেকের বাড়িতে অ্যাওয়ার্ড পৌঁছে দেব। গতবার আমরা প্রিমিয়ারের পাঁচটা ক্লাবকে প্র্যাকটিসের জন্য ১০টা করে বল দিয়েছিলাম। মোহনবাগান, ইস্টবেঙ্গল, এরিয়ান, মহমেডান ও ওয়াড়িকে দশটা করে বল দিয়েছিলাম। এছাড়া কোচিং ক্যাম্পগুলোকে দুটো করে বল দিয়েছিলাম। গতবার দাবাড়ু নিলাশ সাহা ও আভা খাটুয়াকে ক্রীড়াবিদদের অ্যাওয়ার্ড দিয়েছিলাম। এছাড়া অ্যাথলিট স্বপ্না বর্মন ও রাহিদা খাতুনকেও পুরস্কৃত করেছিলোম। এবারও কিছু ভেবে রেখেছি আমরা।দমদম বিবেকানন্দ স্পোর্টস ফাউন্ডেশনের চেয়ারম্যান সমীরণ সাহা বলেন, ‍‘করোনার জন্য সত্যিই অনিশ্চিয়তা তৈরি হয়েছে। তাই এবার ভর্চুয়ালভাবে সেরা ক্রীড়াবিদদের পুরস্কৃত করব। আমরা এখনও হাল ছাড়ছি না। চেষ্টাই রয়েছি যাতে এই অনুষ্ঠান সেপ্টেম্বরে করা যায়।’ সুখেন বাবুও আশা করছেন করোনা কেটে গিয়ে ফের আকাশ ফরসা হবে।

     

বিজ্ঞাপন

Goto Top