‘আর কোন কোন পদক জিততে হবে অর্জুন পুরস্কার পেতে গেলে?’
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কইতিমধ্যেই রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছেন। যা ক্রীড়াক্ষেত্রে দেশের সর্বোচ্চ সম্মান। সেই কারণ দেখিয়েই অর্জুন পুরস্কারের তালিকা থেকে সাক্ষী মালিক এবং মীরাবাই চানুর নাম বাদ দিয়েছে কেন্দ্রীর ক্রীড়ামন্ত্রক। বিষয়টি নিয়ে অত্যন্ত ক্ষুব্ধ সাক্ষী। এই নিয়ে তিনি চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজুকে। চিঠির ছবি টুইটারে প্রকাশও করেছেন ভারতীয় কুস্তিগীর। সেখানে তিনি স্পষ্ট ভাষায় জানতে চেয়েছেন, “অর্জুন পুরস্কার পেতে গেলে দেশের জন্য আর কোন কোন পদক জিততে হবে আমাকে? খেলোয়াড় জীবনে কি এই পুরস্কার আমি কোনওদিনই পাব না? খেলরত্ন পুরস্কার পেয়ে আমি গর্বিত। সব খেলোয়াড়ই চায় সমস্ত পুরস্কার পেতে। সেই জন্য তারা নিজের জীবনও বাজি রাখে। আমিও স্বপ্ন দেখি, আমার নামের পাশে ‘অর্জুন পুরস্কার প্রাপক’ লেখা থাকবে।”
উল্লেখ্য, ২০১৭ সালে কমনওয়েলথ কুস্তি চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন সাক্ষী। এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপেও রুপো পেয়েছিলেন। ২০১৮ কমনওয়েলথ গেমসেও দেশকে ব্রোঞ্জ এনে দিয়েছিলেন এই মহিলা কুস্তিগীর। ২০১৬ সালে খেলরত্ন পুরস্কার পেয়েছিলেন তিনি। ২০১৭-তে ভূষিত হয়েছিলেন পদ্মশ্রী সম্মানে।
প্রসঙ্গত, অর্জুন পুরস্কারের ক্ষেত্রে ক্রীড়াবিদদের গত চার বছরের পারফরম্যান্সের মূল্যায়ণ করা হয়। তার বিচারেই নির্বাচিত হন পুরস্কার প্রাপকরা। চলতি বছরের পুরস্কার প্রাপকদের তালিকায় প্রথমিকভাবে ২৯ জন খেলোয়াড়ের নাম ছিল। পরে সাক্ষী ও চানুর নাম বাদ দিয়ে ২৭ জন খেলোয়াড়ের চূড়ান্ত তালিকা প্রকাশ করে ক্রীড়ামন্ত্রক। পুরস্কারের আর্থিক মূল্য পাঁচ লক্ষ টাকা।