• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > অন্যান্য

বিদ্যুৎ বিভ্রাটে হার হাম্পিদের!

ফিডে অনলাইন দাবা অলিম্পিয়াডে মঙ্গোলিয়ার বিরুদ্ধে ৩-৩ ড্র ভারতের

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

বিদ্যুৎ বিভ্রাট। ফলে বিপর্যস্ত ইন্টারনেট পরিসেবা। আর তার জেরেই মঙ্গোলিয়ার মতো দুর্বল দলের বিরুদ্ধে হার হজম করতে হল অধিনায়ক বিদিত সন্তোষ গুজরাতি এবং র‍্যাপিড দাবা চ্যাম্পিয়ন কোনেরু হাম্পিকে। ৩-৩ পয়েন্টে ড্র করেই ফিডে অনলাইন দাবা অলিম্পিয়াডের ষষ্ঠ রাউন্ড শেষ করতে হল ভারতকে।

উল্লেখ্য, করোনা অতিমারীর আবহে এবার অনলাইনেই দাবা অলিম্পিয়াড আয়োজন করতে হয়েছে। ভারতের হয়ে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম রাউন্ডে অংশ নিয়েছিলেন প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ। কিন্তু একবারও জয়ের মুখ দেখতে পারেননি তিনি। তৃতীয় ও চতুর্থ রাউন্ডে ড্র করেন। পঞ্চম রাউন্ডে হারও হজম করতে হয়েছে আনন্দকে। দু’বারই ড্র করে সন্তুষ্ট থাকতে হয়েছে তাঁকে।

     

বিজ্ঞাপন

Goto Top