• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > অন্যান্য

অলিম্পিকের শিবিরে যোগ দিলেন না ‘পতিব্রতা’ সাইনা

গোপীচন্দের অ্যাকাডেমির পাশে আলাদা করে অনুশীলন

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

টোকিয়ো অলিম্পিকের জন্য শিবির আয়োজন করেছিল ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (বাই) এবং স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (সাই)। কিন্তু সেই শিবিরে ডাক পাননি পারুপল্লি কাশ্যপ। আর স্বামী ডাক পাননি বলে শিবির থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন সাইনা নেহওয়ালও। তার উপর, শিবির আয়োজিত হয়েছিল পুল্লেলা গোপীচন্দের অ্যাকাডমিতে। সাইনা-সহ অনেক খেলোয়াড়েরই কোচ গোপী। কিন্তু তাঁদের মনোমালিন্যের খবর একাধিকবার সংবাদমাধ্যমে এসেছিল। ওয়াকিভাল মহলের ধারণা, সাইনার নিজেকে শিবির থেকে সরিয়ে নেওয়ার পিছনে এই বিষয়টিও রয়েছে।

প্রসঙ্গত, অলিম্পিকের শিবিরের জন্য আটজন খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন। কিন্তু তার মধ্যে মাত্র চারজন যোগ দিয়েছিলেন শিবিরে। ৭ আগস্ট থেকে অনুষ্ঠিত হওয়া সেই শিবিরে ছিলেন পিভি সিন্ধু, কিদাম্বি শ্রীকান্ত, সাই প্রণীত এবং এন সিক্কি রেড্ডি। গোপীর অ্যাকাডেমির পাশেই আলাদাভাবে অনুশীলন করেছেন সাইনা, কাশ্যপ-সহ আরও কয়েকজন ব্যাডমিন্টন খেলোয়াড়।

উল্লেখ্য, ২০১২ সালের লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ পেয়েছিলেন সাইনা। অন্যদিকে, ২০১৪ সালের কমনওয়েলথ গেমসে সোনা জিতেছিলেন কাশ্যপ।

     

বিজ্ঞাপন

Goto Top