• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > অন্যান্য

উবের কাপে নেই সিন্ধু

অক্টোবরেই ফিরতে পারেন কোর্টে

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

ছ’মাস বাদে ফের শুরু হতে চলেছে আন্তর্জাতিক ব্যাডমিন্টন। কিন্তু শুরুতেই ধাক্কা খেল ভারত। দেশের শীর্ষস্থানীয় তারকা পি ভি সিন্ধু ব্যক্তিগত কারণে অরে দাঁড়ালেন  উবের কাপ থেকে। আগামী ৩-১১ অক্টোবর যা অনুষ্ঠিত হবে ডেনমার্কে। বুধবার এমনটাই জানিয়েছেন সিন্ধুর বাবা পি ভি রমন। প্রসঙ্গত, উবের কাপ হল মহিলাদের দলগত বিশ্ব চ্যাম্পিয়ানশিপ।

জানা গিয়েছে, সিন্ধু 'সুপার ৭৫০ ডেনমার্ক ওপেন' থেকেও নাম প্রত্যাহার করতে পারেন একই কারণে। যা ১৩-১৮ অক্টোবর ডেনমার্কেই আয়োজিত হবে। তবে ‘সুপার ৭৫০ ডেনমার্ক মাস্টার্স’-এ কোর্টে ফিরতে পারেন সিন্ধু। যা অনুষ্ঠিত হবে ২০-২৫ অক্টোবর।

রমন জানিয়েছেন, সিন্ধুর ডেনমার্ক ওপেন খেলতে পারেন। কিন্তু তাঁর যোগদান করা নির্ভর করছে পারিবারিক পরিস্থিতির উপর।

     

বিজ্ঞাপন

Goto Top