• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > অন্যান্য

অলিম্পিক পাখির চোখ মেরি কমের

 

কমনওয়েলথ থেকে অলিম্পিক। সব পদকই জেতা হয়ে গিয়েছে । কিন্তু এখনও খিদে রয়েছে মেরি কমের। ২০২০ টোকিও অলিম্পিকে সোনা জয় পাখির চোখ এই কিংবদন্তি বক্সারের। 

শনিবার কলকাতায় এক অনুষ্ঠানে মেরি কম বলেন,’অলিম্পিকের জন্য প্রস্তুতি চলছে। ২০২০ টোকিও অলিম্পিকে সোনা জেতাই আমার লক্ষ্য। ’একইসঙ্গে তিনি বলেন,’অলিম্পিকের জন্য বিশেষ প্রস্তুতি নিচ্ছি না। আমার অভিজ্ঞতা রয়েছে। কোচ ও ফেডারেশনের সঙ্গে আমি এই বিষয়ে কথা বলছি।’

 

 

 

 

 

স্পোর্ট ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

 

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেক্স

কমনওয়েলথ থেকে অলিম্পিক। সব পদকই জেতা হয়ে গিয়েছে । কিন্তু এখনও খিদে রয়েছে মেরি কমের। ২০২০ টোকিও অলিম্পিকে সোনা জয় পাখির চোখ এই কিংবদন্তি বক্সারের। 

শনিবার কলকাতায় এক অনুষ্ঠানে মেরি কম বলেন,’অলিম্পিকের জন্য প্রস্তুতি চলছে। ২০২০ টোকিও অলিম্পিকে সোনা জেতাই আমার লক্ষ্য। ’একইসঙ্গে তিনি বলেন,’অলিম্পিকের জন্য বিশেষ প্রস্তুতি নিচ্ছি না। আমার অভিজ্ঞতা রয়েছে। কোচ ও ফেডারেশনের সঙ্গে আমি এই বিষয়ে কথা বলছি।’

তিনি বক্সিংয়ের মহেন্দ্র সিং ধোনি কিনা জিজ্ঞাসা করা হলে হেসে ফেলেন মেরি কম। অলিম্পিকে পদক জয়ী বক্সার বলেন,’ধোনি ক্রিকেটের লেজেন্ড আর আমি বক্সিয়ের।এই বয়সে আমি যা করেছি অন্য ক্রীড়াবিদদের আমি চ্যালেঞ্জ জানাচ্ছি। আমি মহিলাদের কাছে একটা উদাহরণ। আমাকে দেখে মহিলারা এগিয়ে আসুক।’

একইসঙ্গে মেরি জানিয়ে দিয়েছেন তিনি রাজনীতিতে আসছেন না।

 

 

 

 

     

বিজ্ঞাপন

Goto Top