‘অবসরের’ কথা লিখে বিশ্বজুড়ে সোরগোল ফেললেন ব্যাডমিন্টন তারকা।
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কভারতী্য় ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু সোশ্যাল মিডিয়ায় ‘আই রিয়াটার’ লিখে লম্বা পোস্ট করে গুঞ্জন তৈরি করে দিয়েছেন।সিন্ধুর ‘অবসর’ নিয়ে খবর ছড়িয়ে পড়তেই বিশ্বজুড়ে খেলার দুনিয়ায় সোরগোল পড়ে গিয়েছে।ডেনমার্ক ওপেনেই তাঁর কেরিয়ারের শেষ প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট ছিল বলে নিজের ‘অবসর’ পোস্টে জানিয়েছিলেন এই ব্যাডমিন্টন তারকা।যদিও সিন্ধু খেলা থেকে অবসর নিচ্ছেন না।বর্তমান দুনিয়ার উদ্বেগজনক পরিস্থিতি, ভয়ের পরিবেশ ও নেগেটিভিটি থেকে অবসর নিতে চাইছেন সিন্ধু।
তবে ‘অবসরের’ ঘটনা সত্যি না হলেও সিন্ধুর এই পোস্টে কেঁপে গিয়েছেন ভারতের ক্রাড়ামন্ত্রী কিরেন রিজেজু। তিনি লেখেন, ‘আপনি আমাকে একটা অল্প ধাক্কা দিয়েছেন। তবে আপনার ক্ষমতার ওপর আমার বিশ্বাস রয়েছে।আমি নিশ্চিত আপনি ভারতকে আরও অনেক গৌরবের মুহূর্ত উপহার দেবেন। সেই ক্ষমতা আপনার রয়েছে।’