• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > অন্যান্য

লেক ক্লাবে রবিবার শুরু স্কুল রিগাটা

রবিবার থেকে লেক ক্লাবে শুরু হচ্ছে সারা ভারত আমন্ত্রণী স্কুল রিগাটা। এই প্রতিযোগিতায় ৪১টি  স্কুল অংশগ্রহণ করছে। 

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

রবিবার থেকে লেক ক্লাবে শুরু হচ্ছে সারা ভারত আমন্ত্রণী স্কুল রিগাটা। এই প্রতিযোগিতায় ৪১টি  স্কুল অংশগ্রহণ করছে। লোকসভা ভোটের জন্য এবার বাংলার বাইরে থেকে স্কুল আসছে না।  আয়োজকরা জানিয়েছেন, ৪০০ প্রতিযোগী রিগাটায় অংশগ্রহণ করছে। স্কুল পর্যায়ে এটাই একমাত্র রোয়িং প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার উদ্বোধনে উপস্থিত থাকবেন রাজ্যের মন্ত্রী ববি হাকিম। প্রতিযোগিতার ফাইনাল ১১ মে। এবারও ইন্ডোর রোয়িং অনুষ্ঠিত হচ্ছে।

 

     

বিজ্ঞাপন

Goto Top