ক্রিকে-র সঙ্গে গাঁটছড়া
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কবাস্তব এবং কল্পনার মিশেলে নতুন থি-ডি গেম ‘যাত্রা’-র সূচনা হল জিও-র হাত ধরে। যার নেপথ্যে রয়েছে ‘ক্রিকে’ নামের একটি সংস্থা। গেমটি ডাউনলোড করলে কিছু বাড়তি সুবিধা বরাদ্দ থাকছে জিও গ্রাহকদের জন্য। তাঁরা পাবেন থ্রি-ডি অবতার এবং খেলার টোকেন। জিও-র ডিরেক্টর আকাশ আম্বানি জানান, “অগমেন্টেড রিয়্যালিটি গেমের দুনিয়ায় নতুন দিক খুলে দেবে যাত্রা।“