দাদা ‘অজিতকে হারিয়ে সভাপতি স্বপন।
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কবেঙ্গল অলিম্পিকের দুই ভাইয়ের সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে ময়দান রীতিমতো সরগরম হযে ডঠেছিল। কে জিতবে অজিত বন্দ্যোপাধ্যায় নাকি স্বপন বন্দ্যোপাধ্যায়? এই প্রশ্ন লোকের মুখে মুখে ঘুরছিল। অবশেষে বাজিমাত করলেন ভাই স্বপন বন্দ্যোপাধ্যায়। দাদা অজিত বন্দ্যোপাধ্যাযকে ১৩ ভোটে হারিয়ে দিলেন ভাই স্বপন বন্দ্যোপাধ্যায়। বেঙ্গল অলিম্পিকের সভাপতি নির্বাচনে দাদা অজিত বন্দ্যোপাধ্যায় পেযেছেন২৪টি ভোট। অন্যদিকে ভাই স্বপন বন্দ্যোপাধ্যায় পেয়েছেন৩৭ টি ভোট। বেঙ্গল অলিম্পিকের সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে তীব্র ডত্তেজনা তৈরি হয়েছিল। শেষ পর্বে শেষ হাসি হাসলেন ভাই স্বপনই।
দাদা অজিত বন্দ্যোপাধ্যাযকে হারানোর পরে ভাই বলেন, ‘বেঙ্গল অলিম্পিকের নির্বাচনে এটা ইতিহাস। এর আগে পুরো প্যানেল কখনই জেতেনি। আমাদের পুরো জয় হযেছে। এমন জয়ে পরে পুরো অন্যরকম ভাবতে শুরু করে দিয়েছি। ভালো কাজ করতে চাই। আমার ইচ্ছা রয়েছে একটা স্পোর্টস ভিলেজ তৈরি করা। আমাদের পছন্দের জাযগাও রযেছে। সেখানেই স্পোর্টস ভিলেজ তৈরি করতে চাই।