• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > অন্যান্য

অবসর জল্পনা উস্কে দিলেন ফেডেরার

মন খারাপ টেনিস দুনিয়ার।

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

‍‘আশা করব আগামী বছর আরও অনেক কিছু দেখতে পাবেন আমার থেকে। কিন্তু এটাই যদি শেষ হয়, তাহলে এই শেষটা দুর্দান্ত হল।’ সুইৎজারল্যান্ডের সেরা অ্যাথলিটের পুরস্কার নেওয়ার দিন ভক্তদের এ কেমন সংবাদ দিলেন টেনিস সম্রাট! তাহলে কি ইতি টানতে চলেছে তাঁর বর্ণময় টেনিস কেরিয়ারে? তুঙ্গে জল্পনা। সোমবার অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে এমনই এক ইঙ্গিত দিয়ে রাখলেন রজার ফেডেরার। সর্বকালের অন্যতম সেরা টেনিস তারকা আরও জানান, পুরো একশো শতাংশ ফিট না হওয়ায় আসন্ন অস্ট্রেলিয়ান ওপেনে হয়তো নামতে পারবেন না তিনি। তবে ২০টি গ্র্যান্ড স্ল্যামের মালিকের কোর্ট থেকে এরকম বিদায় হয়তো সহজে মানতে পারবে না টেনিস বিশ্ব। সাফল্যের মধ্যে দিয়েই ফেডেক্স যুগের অবসান দেখতে চায় দুনিয়া।

     

বিজ্ঞাপন

Goto Top