২০২১ সালে হরিয়ানাতে সাই-এর তত্ত্বাবধানে অনুষ্ঠিত হতে চলেছে।
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কনয়া ইভেন্টের অন্তর্ভুক্তি খেল ইন্ডিয়াতে। ২০২১ সালে হরিয়ানাতে সাই-এর তত্ত্বাবধানে অনুষ্ঠিত হতে চলেছে খেল ইন্ডিয়া ইয়ুথ গেমস। স্বাভাবিকভাবেই খুশির বাতাবরণ চেজ বক্সিং খেলোয়াড়দের মধ্যে। দেশের চেজ বক্সিংয়ের প্রতিষ্ঠাতা তথা সংগঠনের সভাপতি মন্টু দাস বলেন, ‘সকল চেজ বক্সারদের জন্য এটা অত্যন্ত গর্বের মুহূর্ত। খেল ইন্ডিয়া ইয়ুথ গেমস ২০২১ একটা দারুণ সুযোগ করে দিয়েছে চেজ বক্সারদের দক্ষতা, প্রতিভা সর্বপরি ভালো পারফরম্যান্স মেলে ধরার জন্য।’
চেজ বক্সিং নামের সঙ্গে খেলাটিরও বেশ মিল রয়েছে। এটি মূলত দাবা এবং বক্সিংয়ের মিশ্রণ। খেলোয়াড়দের একবার দাবা, তারপরই বক্সিং- এইভাবে খেলে যেতে হবে। সর্বোচ্চ এগারো রাউন্ড পর্যন্ত গড়াতে পারে এই খেলা। প্রতিটি রাউন্ডের মধ্যে এক মিনিটের বিরতি। শেষ পর্যন্ত দাবার বিভাগে চেক মেট এবং বক্সিংয়ে কেও, টিকেও’র বিচারে বিজয়ী ঘোষণা করা হয়।
উল্লেখ্য, শুধু ভারত নয়, সারা বিশ্বে চেজ বক্সিং অরগানাইজেশনের সভাপতি হলেন মন্টু দাস। ২০১১ সালে দেশের মধ্যে প্রথম চেজ বক্সিং ক্লাব প্রতিষ্ঠা করেন তিনি শহর কলকাতাতেই। পরবর্তীকালে এটিই দেশের চেজ বক্সিংয়ের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থার অনুমোদন পায়। যার সঙ্গে যুক্ত রয়েছে কুড়িটিরও বেশি রাজ্য সংস্থা।