• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > অন্যান্য

প্রয়াত হকি তারকা মাইকেল কিন্ডো

১৯৭২ সালে মিউনিখ অলিম্পিকে ভারতের ব্রোঞ্জজয়ী দলের সদস্য ছিলেন তিনি।

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

বছরের শেষ দিনে আরও এক নক্ষত্রপতন। প্রয়াত হলেন কিংবদন্তি হকি তারকা মাইকেল কিন্ডা। দীর্ঘ রোগভোগের পর বৃহস্পতিবার ওড়িশার রউরকেল্লায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। উপজাতি সম্প্রদায়ের প্রথম খেলোয়াড় হিসেবে তিনি ভারতীয় হকি দলে সুযোগ পান। ১৯৭২ সালে মিউনিখ অলিম্পিকে ভারতের ব্রোঞ্জজয়ী দলের সদস্য ছিলেন কিন্ডো। এই ডিফেন্ডার ১৯৭৫ সালে কুয়ালালামপুর বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারতীয় দলেও ছিলেন। ফাইনালে পাকিস্তানকে হারিয়েছিল ভারত। সেটাই ছিল বিশ্বকাপে ভারতের প্রথম সোনা। স্ত্রী এবং দুই মেয়েকে রেখে গেলেন মাইকেল কিন্ডো।

     

বিজ্ঞাপন

Goto Top