• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > অন্যান্য

কমনওয়েলথ গেমসে সোনা জিতলেন বাংলার অচিন্ত্য

আরও ভালো পারফরম্যান্স চান এই অ্যাথিলট। 

 

কমনওয়েলথ গেমসে তৃতীয় সোনা জিতল ভারত। বাংলার অচিন্ত শিউলির হাত ধরে এই সাফল্য এল।

৩১ জুলাই দিনটা অবশ্যই বাংলার ভারোত্তোলনের ইতিহাসে স্বর্ণোজ্জ্বল হয়ে থাকবে পুরুষদের ভারোত্তোলনে ৭৩ কেজি বিভাগে কমনওয়েলথ গেমসে রেকর্ড গড়ে সোনা জিতলেন অচিন্ত্য। মোট ৩১৩ কেজি ওজন তুলে কমনওয়েলথে দেশকে তৃতীয় সোনা এনে দেন অচিন্ত্য।স্ন্যাচে প্রথম লক্ষ্যে অচিন্ত্য ১৩৭ কেজি ওজন তোলেন। দ্বিতীয়বার তুললেন ১৪০ কেজি। এরপর তৃতীয়বার তুললেন ১৪৩ কেজি।  ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে প্রথম প্রচেষ্টায় অচিন্ত্য তোলেন ১৬৬ কেজি। দ্বিতীয় প্রচেষ্টায় অচিন্ত্য ১৭০ কেজি ওজন তুলতে গিয়েও ব্যর্থ হন। যদিও তৃতীয় প্রচেষ্টায় ১৭০ কেজি তুলতে সমর্থ হন অচিন্ত্য। সোনা জেতার পরে অচিন্ত্য বলেন,সোনা জিততে পেরে ভাল লাগছে। তবে আমি এখানে সোনা জিততে নামিনি। চেয়েছিলাম নিজের সেরা পা্রফরম্যান্স করতে আরও একটু ভাল হলে দারুণ হতো।’

     

বিজ্ঞাপন

Goto Top