• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > অন্যান্য

জুনিয়র বিশ্বকাপ হকির সেমিফাইনালে হার ভারতের

রবিবার বিশ্বকাপের ফাইনালে খেলবে জার্মানি বনাম আর্জেন্টিনা। তৃতীয় স্থানের লড়াইয়ে ভারতের বিপক্ষ ফ্রান্স।

স্পোর্টিওয়ার্ল্ড নিউজ ডেস্ক

৪ ডিসেম্বর, ২০২১

ভারত ২: জার্মানি ৪

 ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে জুনিয়র হকির বিশ্বকাপে শুক্রবার ভারতীয় দল সেমিফাইনালে জার্মানির কাছে হারল ২-৪ গোলে। জার্মানির গোলদাতা এরিক ক্লেনলেন, ফিলিপ হোলজমুলার, অধিনায়ক হান্স  মুলার ও ক্রিস্টোফার কুটার। ভারতের গোলদাতা উত্তম সিং ও ববি সিং ধামি।

এ বার ব্রোঞ্জ পদকের জন্য ভারতীয় দলকে লড়বে ফ্রান্সের বিরুদ্ধে। রবিবার যে খেলা হবে ফাইনালের আগে। গ্রুপে প্রথম ম্যাচে ফ্রান্সের কাছে হেরেছিল ভারত। অন্য সেমিফাইনালে ফরাসিদের হারায় আর্জেন্টিনা। রবিবার ফাইনালে জার্মানির বিরুদ্ধে খেলবে আর্জেন্টিনা।

 

জার্মানির বিরুদ্ধে সেমিফাইনালে দাঁড়াতেই পারেনি ভারত। জার্মান মাঝমাঠ ও রক্ষণের কাছে পর্যুদস্ত হতে হয়েছে ভারতীয় দলকে।

প্রথম কোয়ার্টারের শেষ মিনিটে পেনাল্টি কর্নার থেকে জার্মানিকে এগিয়ে দেন এরিক। দ্বিতীয় কোয়ার্টারে ২১ মিনিটে হোলজমুলার ফের গোল করে যান জার্মানির হয়ে। ২৪ মিনিটে রিভার্স হিটে জার্মানির হয়ে ৩-০ করে যান তাদের অধিনায়ক মুলার। এই গোলের পরে উত্তম সিংহ ১-৩ করেন ভারতের হয়ে। কিন্তু তাঁর পরেই জার্মানি প্রথমে পেনাল্টি কর্নার ও তার পরে পেনাল্টি স্ট্রোক পায়। সেখান থেকে ৪-১ করে যান জার্মানির মাঝমাঠের খেলোয়াড় ক্রিস্টোফার। খেলার শেষের দিকে ভারতের হয়ে ব্যবধান কমান ববি সিংহ।

     

বিজ্ঞাপন

Goto Top