৫-১ ব্যবধানে উড়িয়ে দিল বেলজিয়ামকে।
বৃহস্পতিবার পাকিস্তানকে হারিয়ে ভারতের জুনিয়র হকি দল চতুর্থবারের জন্য এশিয়া কাপের খেতাব ঘরে তুলেছে। সেই রেশ কাটার আগেই শুক্রবার ভারতের সিনিয়র হকি দল অলিম্পিক চ্যাম্পিয়ন বেলজিয়ামকে বিধ্বস্ত করে এফআইএইচ প্রো লিগে।হরমনপ্রীত সিংয়ের জোড়া গোলে ভর করে ভারত ৫-১ ব্যবধানে উড়িয়ে দেয় বেলজিয়ামকে। শুক্রবার ম্যাচের একেবারে শুরুতেই বিবেক সাগর প্রসাদের গোলে ১-০ লিড নেয় ভারত। ২১ মিনিটের মাথায় পেনাল্টি কর্নার থেকে হরমনপ্রীত সিংয়ের গোলে স্কোর-লাইন ২-০ করে ভারত। ২৯ মিনিটের মাথায় অমিত রোহিদাসের ফিল্ড গোলে ৩-০ এগিয়ে যায় ভারতীয় দল। ৩০ মিনিটের মাথায় ফের পেনাল্টি কর্ণার থেকে গোল করেন হরমনপ্রীত। হাফ-টাইমের বিরতিতে ভারত ৪-০ গোলের লিড নেয়। ৪৬ মিনিটের মাথায় উইলিয়ামের ফিল্ড গোলে ব্যবধান কমিয়ে ৪-১ করে অলিম্পিক চ্যাম্পিয়নরা। ম্য়াচের একেবারে শেষ মিনিটে অর্থাৎ ৬০ মিনিটের মাথায় দিলপ্রিত সিংয়ের ফিল্ড গোলে ম্যাচের চূড়ান্ত স্কোর-লাইন ৫-১ করে ভারত।