• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > অন্যান্য

পাকিস্তানকে হারিয়ে জুনিয়র এশিয়া কাপ হকি চ্যাম্পিয়ন ভারত

 এই নিয়ে চতুর্থবার। 

 

জুনিয়র হকিতে পাকিস্তানকে  ২-১ গোলে পরাজিত করে রেকর্ড চতুর্থবারের জন্য জুনিয়র এশিয়া কাপের খেতাব ঘরে তোলে ভারতীয় দল।

বৃহস্পতিবার ওমানের সালালাহে বিরতিতে ২-০ গোলে এগিয়ে ছিল উত্তম সিংয়ের নেতৃত্বাধীন ভারতীয় দল। তবে দ্বিতীয়ার্ধে কঠিন লড়াই চালায় পাকিস্তান। যদিও শেষমেশ ম্যাচে সমতা ফেরানো সম্ভব হয়নি পাকিস্তানের পক্ষে। ম্যাচের প্রথম কোয়ার্টারে ১টি গোল করে এগিয়ে যায় ভারত। ম্যাচের ১৩ মিনিটের মাথায় অঙ্গদ বীর সিংয়ের গোলে ১-০ লিড নেয় তারা। দ্বিতীয় কোয়ার্টারে আরও ১টি গোল করে ভারতীয় দল। ২০ মিনিটের মাথায় পাকিস্তানের জালে বল জড়ান অরাইজিৎ সিং হান্ডাল।

তৃতীয় কোয়ার্টাকে একটি গোল করে পাকিস্তান। ৩৮ মিনিটের মাথায় আলি বাসারতের গোলে ব্যবধান কমিয়ে ২-১ করে পাকিস্তান। ম্য়াচের চতুর্থ তথা শেষ কোয়ার্টারে কোনও দলই প্রতিপক্ষের জালে বল জড়াতে পারেনি। ফলে ম্যাচের চূড়ান্ত স্কোর-লাইন দাঁড়ায় ভারতের অনুকূলে ২-১।

     

বিজ্ঞাপন

Goto Top