• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > অন্যান্য

ইন্দোনেশিয়া ওপেন জয় সাত্বিক-চিরাগের

প্রথম ভারতীয় জুটি হিসেবে বিডব্লুএফ ১০০০ ইভেন্টে স্ট্রেট গেমে জিতলেন তাঁরা। 

 ইতিহাসের পাতায় নাম লেখালেন সাত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি। বিশ্ব চ্যাম্পিয়নদের হাজিরে ইন্দোনেশিয়া ওপেন  খেতাব ঘরে তুলল ভারতীয় শাটলার জুটি। মাত্র ৪৩ মিনিটের লড়াইয়ে চিয়া ও উই ইককে ২১-১৭, ২১-১৮ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হল ভারতীয় তারকা জুটি। 

ইন্দোনেশিয়া ওপেনের সেমিফাইনালের পুরুষ ডাবলসে কোরিয়ার ক্যাং মিন হুক এবং সিও সেউং জিকে ১৭-২১, ২১-১৯, ২১-১৮ ব্যবধানে হারিয়ে ফাইনালে পৌঁছেছিলেন সাত্বিকসাইরাজ ও চিরাগ। 

     

বিজ্ঞাপন

Goto Top