• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > অন্যান্য

শক্তিশালী বেঙ্গালুরুকে হারিয়ে ডুরান্ড ফাইনাল পাখির চোখ মহামেডানের

আত্মবিশ্বাসী সাদা-কালো শিবির। 

রাত পোহালেই সেমিফাইনালের যুদ্ধ। সামনে এফসি বেঙ্গালুরু ইউনাইটেড। মোহন-ইস্ট না খেলায় ডুরান্ড কাপে এবার বাংলার সম্মান রক্ষার দায়িত্ব মহামেডানের কাঁধেই। সেই লক্ষ্যে দারুণ ছন্দে এগিয়ে চলেছে সাদা-কালো ব্রিগেড। সোমবার যুবভারতী ক্রীড়াঙ্গনে বাজিমাত করতে পারলেই ফাইনালের টিকিট পেয়ে যাবেন আন্দ্রে চেরনিশভের শিষ্যরা। কোয়ার্টার ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গোকুলাম এফসিকে হারিয়ে প্রয়োজনীয় অক্সিজেন জোগাড় করে নিয়েছে কলকাতার জায়ান্টরা।

তবে এই এফসি বেঙ্গালুরু ইউনাইটেডের বিরুদ্ধেই গ্রুপ পর্বে হারতে হয়েছিল সাদা-কালো ব্রিগেডকে। এবার কি সেই ম্যাচের প্রভাব পড়বে দলের ওপর? সেমির যুদ্ধে নামার আগে মহামেডান হেডস্যারের ভাষ্য, ‘আমরা সামনের দিকে তাকাতে চাই। দারুণ একটা উপভোগ্য ম্যাচ হতে চলেছে। আমাদের প্রতিপক্ষ বেশ শক্তিশালী। তবে গ্রুপ পর্বের লড়াই আমরা ইতিমধ্যেই ভুলে গিয়েছি। আমাদের ভাবনাই শুধু সামনের ম্যাচটি।

কল্যাণী স্টেডিয়ামে সেরকম সুবিধা করতে না পারলেও যুবভারতীতে সমর্থকদের উপস্থিতিতে দারুণ ফুটবল উপহার দিচ্ছে মহামেডান। ঘরের মাঠ বলে কি বাড়তি সুবিধা পাবে তাঁর দল? প্রশ্নের উত্তরে রুশ কোচ বলেন, ‘ভালো মাঠ পেলে আমরা সুন্দর অ্যাটাকিং ফুটবল উপহার দিতে সক্ষম। সমর্থকদের উপস্থিতিতে খেলা সত্যিই আলাদা অনুভূতি। বিশ্বের সবথেকে সুন্দর জিনিস হল এই সমর্থক। আমাদের জন্য গুরুত্বপূর্ণও। ভালো ফুটবল খেলে এবং ফলাফল করে আমরা ওদের খুশি করতে চাই।’

শেষ চারে বেঙ্গালুরুকে হারাতে বিভিন্ন পরিকল্পনা তৈরি বলেই জানালেন চেরনিশভ। যদিও সেই বিষয়ে খোলসা করে কিছু বললেন না তিনি। মাঠেই সমস্ত পরিকল্পনাকে বাস্তবের রূপ দিয়ে ডুরান্ড ফাইনালে ওঠা এখন পাখির চোখ রাশিয়ান বসের।

     

বিজ্ঞাপন

Goto Top