• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > অন্যান্য

বিশ্বসেরা হয়েও নীরজের মুখে ‘৯০ মিটার’

গর্বিত ভারতবাসী। 

 বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ট্র্যাক অ্যান্ড ফিল্ড মিটে সোনা জিতলেন নীরজ চোপড়া। প্রথম ভারতীয় হিসাবে এই নজির গড়লেন তিনি। চূড়ান্ত পর্বের মেগা ফাইনালে ৮৮.১৭ মিটার দূরত্বে জ্যাভলিন ছুঁড়ে ইতিহাস গড়লেন টোকিও অলিম্পিকে  ‘সোনার ছেলে’। 

সোনা জেতার পর তিনি বলেন, “এবার ট্র্যাকে নামার আগে থেকে সবার মনে অনেক প্রশ্ন ছিল। সবাই একটাই কথা জিজ্ঞেস করছিলেন যে, এই মেডেল গলায় ঝোলাতে পারব কিনা। এই পদকও জিততে পারলাম। তবে এবার ৯০ মিটার জ্যাভলিন থ্রো করা নিয়ে ভাবতেই হবে। কারণ আমার কেরিয়ারে সেটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। যদিও ৯০ মিটার থ্রো করা মুখের কথা নয়। অনেক বাধা-বিপত্তি আসবে। বিপক্ষের অ্যাথলিটরাও কড়া টক্কর দেবেন। তবুও আমাকে এই লক্ষ্য পূর্ণ করতেই হবে।”ং

 

     

বিজ্ঞাপন

Goto Top