• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > অন্যান্য

সোনা না জিতলেও হতাশ নন নীরজ

বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপো জয়। 

সোনা এল না। তবুও বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়লেন নীরজ চোপড়া। ইতিহাস গড়ে দেশকে রুপো এনে দিলেন অলিম্পিকে সোনা জয়ী ভারতীয় অ্যাথলিট। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ৮৮.১৩ মিটার জ্যাভলিন ছুঁড়ে প্রথম ভারতীয় হিসেবে নয়া নজির গড়লেন তিনি।

সোনার পদক না এলেও হতাশ নন নীরজ কোচকে পাশে নিয়ে ২৪ বছরের জ্যাভলিন থ্রোয়ার বললেন, “হাওয়া আমাদের অনুকূলে ছিল না তবে রুপোর পদক পাওয়ায় আমি খুশি অনেক দিন পর বিশ্ব মিটে পদক এল আমি এই ফলাফলে খুশি টুইটারে নীরজকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখলেন, “দেশের স্বনামধন্য অ্যাথলিটের দুর্দান্ত সাফল্য বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপোর পদক জেতার জন্য শুভেচ্ছা ভারতের ক্রীড়াক্ষেত্রে এক বিশেষ মুহূর্ত

সকালে প্রথম থ্রো ফাউল করেন নীরজ দ্বিতীয় তৃতীয় থ্রো যায় যথাক্রমে ৮২.৩৯ মিটার এবং ৮৬.৩৭ মিটার চতুর্থ থ্রোয়ে রুপো নিশ্চিত হয় ভারতীয় জ্যাভলিন থ্রোয়ারের ৮৮.১৩ মিটার দূরত্বে জ্যাভলিন ছোঁড়েন তিনি তারপরই আবার হ্যামস্ট্রিংয়ে চোট পান

     

বিজ্ঞাপন

Goto Top