• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > অন্যান্য

আজ নেতাজি ইন্ডোরে শুরু প্রো কবাডি লিগ

গুজরাত জায়ান্টসের মুখোমুখি বেঙ্গল ওয়ারিয়র্স 

 

চার বছর পর কলকাতায় শুরু হল প্রো-কবাডি লিগ। আজ গুজরাত জায়ান্টসের মুখোমুখি হবেন মানিন্দার সিং’রা। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই কবাডি প্রতিযোগিতার আসর বসছে।

বেঙ্গল ওয়ারিয়র্স অধিনায়ক মানিন্দার সিং বলেছেন, ‍‘দারুণ লাগছে, চার বছর পর কলকাতায় ফিরে খুব খুশি। আমাদের সমর্থকরা খুব ভাল। তারা সমর্থন করলে আমরা ভাল ফলাফল করতে পারব।’ দলের অন্যতম এক সদস্য শুভম সিন্দে, ‍‘চার বছর পর ঘরের মাঠে ফিরে খুব খুশি। এখানে সমর্থকরাই আমাদের অনুপ্রেরণা।’

দীর্ঘদিন পর ঘরের মাঠে ফিরতে পেরে খুশি কোচ কে বাসকারান। তিনি বলেন, ‍‘আমরা আগস্ট থেকে টিম তৈরি করছি। দশম মরসুমের পারফরম্যান্স করার জন্য আমরা মুখিয়ে রয়েছি। প্রথম চার ম্যাচ ভাল খেলেছিলাম। এরপর দল কিছুটা ছন্দ হারিয়েছিল। তবে এবার আমাদের প্রত্যেকেই কঠোর পরিশ্রম করছে। কলকাতায় খেলার জন্য প্রত্যেকে উৎসাহিত।’ আজ নামমাত্র মূল্যে টিকিট কিনে ম্যাচ উপভোগ করতে পারবেন সমর্থকরা।

 

 

     

বিজ্ঞাপন

Goto Top