• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > অন্যান্য

প্রথমবার সিঙ্গাপুর ওপেন খেতাব সিন্ধুর

কমনওয়েলথ গেমসের আগে সেরা ফর্মে ভারতীয় শাটলার। 

অনবদ্য পিভি সিন্ধু।সিঙ্গাপুর ওপেনের ফাইনালে নিজেকে চমৎকারভাবে মেলে ধরে খেতাব জিতলেন এই ভারতীয় শাটলার।চিনা প্রতিপক্ষ ওয়াং ঝি ইকে হারিয়ে ট্রফি জিতলেন তিনি  হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষ হাসি হাসেন সিন্ধু ২১-, ১১-২১, ২১-১৫ ফলে ম্যাচ জিতলেন তিনি

আগে কোনওদিন সিঙ্গাপুর ওপেন খেতাব জেতেননি ভারতীয় শাটলার। চলতি বছরের তৃতীয় ট্রফি জিতলেন তিনি। সেমিফাইনালে জাপানের প্রতিপক্ষ সায়না কাওয়াকামিকে স্ট্রেট সেটে হারিয়েছিলেন তিনি। চলতি মাসের শেষেই কমনওয়েলথ গেমসে নামবেন তিনি। সেই মেগা টুর্নামেন্টের আগেই এই খেতাব জয় নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে সিন্ধুর।

 

 

     

বিজ্ঞাপন

Goto Top