খেলার ফল ২১-১৬, ২১-৮।
প্রত্যাশিতভাবেই সুইস ওপেনের খেতাব জিতলেন পিভি সিন্ধু।থাইল্যান্ডের প্রতিপক্ষ বুসাননকে স্ট্রেট গেমে উড়িয়ে প্রথমবার সুইস ওপেনের খেতাব জিতলেন হায়দরাবাদি শাটলার। খেলার ফল ২১-১৬, ২১-৮।
প্রতিপক্ষকে কোর্টে দাঁড়াতেই দেননি সিন্ধু। এর আগে ভারতীয় মহিলা শাটলারদের মধ্যে সাইনা নেহওয়াল পরপর দুবার চ্যাম্পিয়ন হয়েছিলেন সুইস ওপেনে। ২০১১ ও ২০১২ সালে। অনেকটা এগিয়ে থেকেই ফাইনালের মঞ্চে নেমেছিলেন পিভি সিন্ধু। সেই দাপটা ম্যাচে দেখালেন অলিম্পিকে জোড়া পদকজয়ী সিন্ধু।