এগিয়ে গিয়েও হার ভারতীয় তারকার।
ফরাসি ওপেনে মহিলাদের সিঙ্গলসে ফাইনালে পৌঁছতে পারলেন না পিভি সিন্ধু।
শনিবার ফরাসি জাপানি প্রতিপক্ষ সায়াকা তাকাহাসি’র বিরুদ্ধে তিন সেটের হাড্ডাহাড্ডি লড়াইয়ে পরাস্থ হলেন দুই বারের অলিম্পিকে পদক জয়ী তারকা। সেই সঙ্গে শেষ হল সিন্ধু’র খেতাবি লড়াইয়ের দৌড়।
শনিবার শুরুটা খারাপ করেননি সিন্ধু। প্রথম গেমে জাপানি প্রতিদ্বন্দ্বী’কে পরাজিত করেন ২১-১৮ পয়েন্টে। সিন্ধু’র কাছে সুযোগ ছিল দ্বিতীয় গেমেই ম্যাচ সিল করে নেওয়ার কিন্তু মাঝ পথে ফর্ম হারানো হায়দরাবাদি শাটলার খেলায় আর চেনা মেজাজে ফিরতে পারেননি। এগিয়ে থেকেও ১৬-২১ ব্যবধানে দ্বিতীয় গেম হারে সিন্ধু। ম্যাচের ভাগ্য নির্ধরারণকারী সেটে সিন্ধু’কে কোনও প্রতিরোধই গড়ে তোলার সুযোগ দেননি ২০১৩ এবং ২০১৪ এশিয়ান চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জয়ী জাপানি নক্ষত্র।